কচুয়ায় গাড়ি চাপায় ডাকাত নিহত

2 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২১, ৭ ফেব্রুয়ারি ২০২৫  

কচুয়ায় গাড়ি চাপায় ডাকাত নিহত

কচুয়া-গৌরিপুর আঞ্চলিক সড়কে শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

চাঁদপুরের কচুয়ায় মালবাহী পিকআপ ছিনতাই করতে গিয়ে গাড়ির চাপায় মহসিন (৩৮) নামের এক ডাকাত সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে কচুয়া-গৌরিপুর আঞ্চলিক সড়কে শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম জানান, ভোরে শিমুলতলী এলাকায় ঢাকা থেকে আসা মালবাহী পিকআপ গাড়ি ছিনতাই করতে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ করে। এসময় তারা পিকআপ চালককে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে গেলে চালক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়ি উল্টে গেলে ডাকাত সদস্য মহসিন গাড়ির নিচে চাপা পড়ে। এ ঘটনায় তার মৃত্যু হয়।

ওসি এম আবদুল হালিম বলেন, “ডাকাতদলের সদস্য মহসিন কুমিল্লা জেলার তিতাস থানার রগুনাথপুর গ্রামের বাসিন্দা। ডাকাতির সময় কচুয়া থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। নিহত ডাকাত সদস্যের মরদেহ কচুয়া থানায় আনার পর ময়নাতদন্তের জন্যে চাঁদপুরের মর্গে পাঠানো হয়েছে।”

তিনি আরো বলেন, “পিকআপচালক বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বালিগ্রামের বাসিন্দা। তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। ডাকাতির ঘটনায় কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।”

ঢাকা/অমরেশ/এস

Read Entire Article