ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২০:৪১, ৫ ফেব্রুয়ারি ২০২৫
প্রতীকী ছবি
মাদারীপুরের কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে ভাই ও বোন। বুধবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে মাদারীপুর সদর উপজেলার তরমুগরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন মাদারীপুর ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত হোসেন।
নিখোঁজ দুই শিশু হলো- তরমুগরিয়া এলাকার লিটন মাতুব্বরের মেয়ে কুলসুম আক্তার (১১) ও ছেলে মিনহাজ (৭)। তারা স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাদারীপুর শহরের তরমুগরিয়া এলাকায় বাসা ভাড়া করে থাকেন লিটন মাতুব্বর ও মিনু বেগম দম্পতি। তাদের তিন মেয়ে ও এক ছেলে। প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙ্গারী পণ্য বেচাকেনার জন্য বাসার বাইরে যান। মা কাজে ব্যস্ত থাকার সুযোগে কুমার নদে গোসল করতে যায় ভাই-বোন। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরির দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।
নিখোঁজদের মা মিনু বেগম বলেন, “আমাকে না বলেই ওরা নদীতে গোসলে যায়। আশেপাশের লোকজন ওদের ডুবে যেতে দেখেছে। ডুবুরিরা তাদের খুঁজছে। আল্লাহর কাছে দোয়া করছি, যেন ওরা জীবিত উদ্ধার হয়।”
মাদারীপুর ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত হোসেন বলেন, “ভাই-বোনকে উদ্ধারে ডুবুরি দল উদ্ধারে কাজ করছে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।”
ঢাকা/বেলাল/মাসুদ