কুমিল্লায় তৌহিদুল হত্যায় ছয়জনের নামে মামলা

11 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

কুমিল্লায় বাড়ি থেকে তুলে নিয়ে যুবদল নেতা তৌহিদুল ইসলামকে পিটিয়ে হত্যার ঘটনায় ছয়জনের নামে মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন নিহতের স্ত্রী ইয়াসমিন নাহার।

মামলার ছয় আসামি হলেন, জেলার আদর্শ সদর সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের রামচন্দ্রপুর (পান্ডানগর) গ্রামের সাইফুল ইসলাম, নিহত তৌহিদুলের প্রতিবেশী তানজিল উদ্দিন, নাজমুল হাসান টিটু, খাইরুল হাসান মাহফুজ, সাইদুল হাসান সবুজ ও বামইল গ্রামের সোহেল।

অভিযোগে উল্লেখ করা হয়, আসামিদের সঙ্গে তৌহিদুলের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ হয়। কিন্তু বিরোধ শেষ হয়নি। এ নিয়ে তৌহিদুলকে হত্যার হুমকি দেন আসামিরা। ৩০ জানুয়ারি মধ্যরাতে অভিযুক্তরা পূর্ব বিরোধের জের ধরে ২০-২৫ জন সিভিল পোশাকধারী এবং সেনাবাহিনীর মতো পোশাক পরিহিত লোক বাড়ি গিয়ে যুবদল নেতা তৌহিদ ও প্রতিবেশী লুৎফুর রহমানকে আটক করে নিয়ে যায়।

পরদিন সকাল সাড়ে ৭টার দিকে একই ব্যক্তিরা আবারো আহত তৌহিদ ও লুৎফুরকে নিয়ে বাড়ি এসে ঘরে তল্লাশি করে। এসময় লুৎফুর রহমানকে ছেড়ে দিলেও তৌহিদকে নিয়ে চলে যায়। পরে তারা সংকটাপন্ন অবস্থায় তৌহিদকে গোমতী বাঁধের ঝাঁকুনি পাড়ায় ফেলে যায়। খবর পেয়ে পুলিশ তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত তৌহিদুল ইসলাম কুমিল্লা সদর উপজেলার পাঁচথবী ইউনিয়নের ইটাল্লা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। তিনি পাঁচথবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। চট্টগ্রাম বন্দরে একটি শিপিং এজেন্ট কোম্পানিতে চাকরি করতেন।

তৌহিদুলের স্ত্রী ইয়াসমিন নাহার বলেন, সেনাবাহিনীর আশ্বাসে আমরা সন্তুষ্ট হয়ে ঘটনার নেপথ্যে যারা জড়িত, তাদের বিরুদ্ধে মামলা করেছি। ঘটনার মূলহোতাদের আসামি করা হয়েছে। পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করা হয়েছে।

তৌহিদুলের বড় ভাই আবুল কালাম আজাদ বলেন, মামলায় যাদের আসামি করা হয়েছে এর বাইরেও কেউ কেউ থাকতে পারেন। এখানে রাজনৈতিক কোনো বিষয় আছে কি না, তাও তদন্ত করে পুলিশ বের করবে বলে আশা করি।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতের স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা নথিভুক্ত করা হয়েছে। ঘটনায় অভিযুক্তদের কেউ এলাকায় নেই। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ/জিকেএস

Read Entire Article