কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় অস্ত্র-গুলি জব্দ

6 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

কুড়িগ্রাম প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ১৫ মার্চ ২০২৫  

কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় অস্ত্র-গুলি জব্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের দিয়াডাঙ্গা সীমান্তে ভারত থেকে অবৈধভাবে আনা অস্ত্র-গুলি ও মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৪ মার্চ) রাত ১২টার দিকে দিয়াডাঙ্গা বিওপির আওতাধীন পিলার  ৯৮৫/৩ এস-এর কাছ থেকে এসব মালামাল জব্দ করা হয়।

শনিবার (১৫ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক।

বিজিবি সূত্র জানিয়েছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হকের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর এবং দিয়াডাঙ্গা বিওপির ১৯ সদস্যের বিশেষ টহল দল সীমান্তে গোপনে অবস্থান নেয়। এ সময় ভারত থেকে বাংলাদেশে আসা কিছু ব্যক্তির আচরণ সন্দেহজনক হওয়ায় বিজিবির টহল দল তাদেরকে আটকের জন্য ধাওয়া করে। তারা তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে দৌড়ে ভারতে চলে যায়। সেখানে তল্লাশি চালিয়ে ৮ লাখ ২৬ হাজার ২০০ টাকা দামের অস্ত্র-গুলি ও মোটরসাইকেল জব্দ করে বিজিবি।

জব্দ করা মালামালের মধ্যে আছে— পাঁচটি ভারতীয় NX-200 ATHENA গান, একটি পিস্টন অ্যাসেম্বলি, ৩৩ হাজার ১০০ পিস সিসা গুলি এবং একটি হিরো ইগনেটর মোটরসাইকেল (১২৫ সিসি)।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক জানিয়েছেন, সীমান্তে চোরাচালান ও অস্ত্র পাচার রোধে বিজিবি তৎপর আছে। সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।

ঢাকা/বাদশাহ্/রফিক

Read Entire Article