ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
প্রকাশিত: ২১:৫৩, ১৭ মার্চ ২০২৫
মেক্সিকান ক্লাব মোন্তেররের হয়ে খেলতে এসে প্রথমবারের মতো লাল কার্ড দেখলেন স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। রোববার (১৬ মার্চ) পুমাস ইউএনএএম-এর বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে তাকে মাঠ ছাড়তে হয়।
ম্যাচজুড়ে শারীরিক সংঘর্ষে জড়িয়েছিলেন রামোস। ৯২তম মিনিটে মোন্তেররের ৩-১ ব্যবধানের লিডের সময়, তিনি গুইয়েরমো মার্তিনেজকে ট্যাকল করেন এবং বল মাঠের বাইরে যাওয়ার পর তার গায়ে সজোরে পা লাগে। ফলে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান।
এটি রামোসের ক্যারিয়ারের ৩০তম লাল কার্ড। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে এর আগে ২৬ বার, পিএসজির হয়ে ২ বার এবং সেভিয়ার হয়ে ১ বার লাল কার্ড দেখেছেন। তবে জাতীয় দল স্পেনের হয়ে কখনোই তিনি মাঠ থেকে বহিষ্কৃত হননি।
প্রসঙ্গত, গত মাসে মোন্তেররে যোগ দেওয়ার পর থেকে দুর্দান্ত ছন্দে রয়েছেন রামোস। এখন পর্যন্ত চার ম্যাচে তিন গোল করেছেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।
ঢাকা/আমিনুল