খাগড়াছড়িতে ১৮ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

6 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

উচ্চ আদালতের নির্দেশে খাগড়াছড়ির সব ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত মাটিরাঙা, রামগড়, খাগড়াছড়ি সদর, পানছড়ি, গুইমারা উপজেলায় অভিযান চালিয়ে ১৮টি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়।

এসব ইটভাটায় পৃথকভাবে অভিযান পরিচালনা করেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

খাগড়াছড়িতে ১৮ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

তিনি বলেন, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন অনুযায়ী খাগড়াছড়িতে সকাল থেকে অবৈধ ইটভাটা বন্ধের কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী অভিযানে সব ভাটা বন্ধ করা হয়েছে।

মাটিরাঙ্গার ইউএনও মনজুর আলম বলেন, রিট পিটিশন অনুযায়ী মাটিরাঙ্গার সব অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

জানা যায়, জেলায় ৪৯টি ইটভাটার মধ্যে আগে থেকে ৩১টি বন্ধ ছিল। এর আগে বিভিন্ন উপজেলায় একাধিক অভিযান চালিয়ে ইটভাটা মালিককে জরিমানা ও অস্থায়ীভাবে বন্ধ করা হলেও বৃহস্পতিবারের অভিযানে ১৮টি ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হলো।

এমএন/এএসএম

Read Entire Article