ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
আইপিএলে ধারাভাষ্যকারদের তালিকা থেকে বাদ দেওয়া হলো ইরফান পাঠানকে। ভারতীয় গণমাধ্যমের খবর, ধারাভাষ্যের সময় নাকি খেলোয়াড়দের অতিরিক্ত সমালোচনা করেন সাবেক এই ক্রিকেটার। সেই কারণেই তাকে এই শাস্তি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
জানা গেছে, গত দু’বছর ধরে ধারাভাষ্য দেওয়ার সময় কিছু ক্রিকেটারের লাগাতার সমালোচনা করছিলেন ইরফান। সেই সমালোচনা ক্রিকেটাররা ভালোভাবে নেননি। বর্ডার-গাভাস্কার সিরিজে ইরফান এক ভারতীয় ক্রিকেটারের এত সমালোচনা করেছিলেন যে, তিনি রাগে ইরফানের মোবাইল নম্বর ব্লক করে দিয়েছেন। ইরফানের বিরুদ্ধে নাকি ভারতীয় ক্রিকেট বোর্ডে অভিযোগ করেছেন কয়েকজন ক্রিকেটার। তার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র জানিয়েছে, ইরফানকে আগে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি শোনেননি। গত দু’বছর ধরে লাগাতার এই ঘটনা ঘটছে। তিনি তার ব্যক্তিগত বিষয় ধারাভাষ্যের সময় তুলে ধরছেন। ইচ্ছা করে কয়েকজন ক্রিকেটারের সমালোচনা করছেন। এই বিষয়টি ভালোভাবে নেয়নি বোর্ড। তাই এই পদক্ষেপ করা হয়েছে। বোর্ড চাইছে না, এই সব মন্তব্যে ক্রিকেটারদের কোনও মানসিক সমস্যা হোক। ক্রিকেটারদের স্বার্থ সকলের আগে রাখছে বোর্ড।
এমন ঘটনা অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও দু’বার দু’জনের সঙ্গে এই ঘটনা ঘটেছে। ২০১৯ সালে সৌরভ গাঙ্গুলি ও রবীন্দ্র জাদেজার সঙ্গে প্রকাশ্যে বিবাদ হয়েছিল সঞ্জয় মাঞ্জরেকরের। যার জেরে ২০২০ সালে মাঞ্জরেকরকে ভারতীয় ক্রিকেট বোর্ডের ধারাভাষ্যকারদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। মাঞ্জরেকর নিজের ভুল স্বীকার করেন। ফলে পরে আবার জায়গা পান তিনি।
২০১৬ সালের আইপিএলের আগে ধারাভাষ্যকারদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল হর্ষ ভোগলেকে। কিন্তু তিনি কেন বাদ পড়েছিলেন তার কারণ বুঝতে পারেননি হর্ষ। সমাজমাধ্যমে সে কথা বলেছিলেন। পরে আবার তাকে ফেরানো হয়। এখন দেখার, ইরফান কবে আবার ধারাভাষ্যে ফিরে আসেন।
এমএমআর/জেআইএম