গাইবান্ধায় ট্রাকচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

9 hours ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের চাপায় জুনায়েদ হোসেন (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আল আমিন (৩০) নামের আরেক যুবক।

রোববার (১৬ মার্চ) রাত ১০টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কে উপজেলার খলশী ব্রিজ এলাকায় এ দুর্টঘনা ঘটে।

স্থানীয়রা দুজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত আল আমিনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত জুনায়েদ হোসেন উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীরহাট এলাকার রিজু মিয়ার ছেলে। আহত আল আমিন একই ইউনিয়নের চকরহিমাপুর গ্রামের মোনারুল ইসলামের ছেলে।

জানা গেছে, জুনায়েদ ও আল আমিন মোটরসাইকেলযোগে গোবিন্দগঞ্জ বন্দর থেকে বাড়ি ফিরছিলেন। পথে ঘটনাস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জুনায়েদ মারা যান।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার মো. হারুনর রশীদ বলেন, জুনায়েদ হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার সঙ্গে থাকা আল আমিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ এইচ শামীম/কেএসআর

Read Entire Article