ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের ভয়াবহ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৯ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে ইসরায়েলের হামলার নিন্দা ও ধিক্কার জানান জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, ‘সব রীতিনীতি, আইন-কানুন ন্যূনতম মনুষ্যত্ব বিসর্জন দিয়ে গাজায় যুদ্ধ বিরতির মধ্যেও এই পবিত্র রমজান মাসেও গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরাইল।’
- আরও পড়ুন
গাজায় ইসরায়েলি হামলা: নিহত বেড়ে ৪০৪
গাজায় ইসরায়েলি হামলার ঘটনায় শিবিরের নিন্দা ও প্রতিবাদ
গাজায় ইসরায়েলি হামলা: দেশে দেশে নিন্দার ঝড়
ইসরায়েলি হামলার নিন্দা ও ধিক্কার জানিয়ে জামায়াত আমির বলেন, ‘হে আল্লাহ, আপনি আপনার একান্ত মেহেরবানীতে গাজাবাসীকে, ফিলিস্তিনকে রক্ষা করুন, সাহায্য করুন ও জালিমদের পরাজিত করুন।’
‘আমাদেরকে আমাদের দায়িত্ব পালনের তাওফিক দান করুন। আমীন।’ বলেন জামায়াতের এই শীর্ষ নেতা।
গাজায় যুদ্ধবিরতি ভেঙে মঙ্গলবার (১৮ মার্চ) গাজাজুড়ে হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে দক্ষিণ গাজার খান ইউনিস, রাফাহ, উত্তরে গাজা সিটি ও দেইর এল-বালাহর মতো কেন্দ্রীয় এলাকা অন্তর্ভুক্ত ছিল। এই হামলায় চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫৬২ জন।
এএএম/ইএ/জেআইএম