গাজায় হামলার প্রতিবাদে গবিতে বিক্ষোভ

21 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

গবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৯, ২০ মার্চ ২০২৫  

গাজায় হামলার প্রতিবাদে গবিতে বিক্ষোভ

যুদ্ধ বিরতি লঙ্ঘন করে নিরীহ গাজাবাসীর উপর সন্ত্রাসী ইসরায়েলে বর্বরোচিত গণহত্যা এবং ভারতে মুসলিমদের শ্লীলতাহানি ও হত্যার প্রতিবাদে গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে গণ বিশ্ববিদ্যালয় ইসলামিক কালচারাল সোসাইটির ব্যানারে একাডেমিক ভবনের সামনে থেকে বিক্ষোভ নিয়ে মূল ফটকে গিয়ে সমাবেশ করেন তারা।

এ সময় ‘জায়ানবাদ নিপাত যাক’, ‘ইজরায়েলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ফিলিস্তিন জিন্দাবাদ’, ‘জাবিলুনা জাবিলুনা, আলজিহাদ আল জিহাদ’সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমরা দেখতে পাচ্ছি, ইসরাইল ও তাদের মিত্র যুক্তরাষ্ট্র এবং আমাদের প্রতিবেশী দেশ ভারতে মোদী সরকারের অধীনে মুসলিমরা অত্যাচারিত হচ্ছে। তারা নির্দিষ্ট উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাইছে। এই পরিস্থিতিতে আমাদের মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসে গেছে।

ঢাকা/সানজিদা/মেহেদী

Read Entire Article