গাজীপুরে হামলা-ভাঙচুর: আহত ৫ জনকে ঢামেকে ভর্তি

2 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় স্থানীয়দের হামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের ৫ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) আনা হয়েছে।

আহতরা হলেন- শুভ শাহরিয়া (১৬), মো. ইয়াকুব (২৪), সৌরভ (২২), মো কাশেম (১৭) এবং মো. হাসান (২২)।

শুক্রবার (৭ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান,গাজীপুর থেকে আহত অবস্থায় পাঁচজনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

কাজী আল-আমিন/এএমএ/এমএস

Read Entire Article