ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২১:০১, ১৬ মার্চ ২০২৫ আপডেট: ২১:০১, ১৬ মার্চ ২০২৫
চট্টগ্রামের বৃহত্তম কাপড়ের বাজার আমিন মার্কেটে আগুন লেগেছে। রবিবার (১৬ মার্চ) রাত পৌনে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ছয়টি গাড়ি আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ছয়টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নির্বাপন করতে কাজ করে যাচ্ছেন। আগুনে এখন পর্যন্ত কোনো হাতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা/রেজাউল/মাসুদ