চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তাকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

2 days ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

চট্টগ্রামে থেকে জাফর আলী চৌধুরী (৪৩) নামে এক ব্যাংক কর্মকর্তাকে হত্যার অভিযোগে স্ত্রী রোমানাা ইসলামকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৩ মার্চ) বিকেল পৌনে চারটার দিকে চান্দগাঁও থানার চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় চান্দগাঁও আবাসিক এলাকার বাসা থেকে জাফর আলী চৌধুরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের হাতে নখের আঁচড়, কানে জমাটবাঁধা রক্ত এবং মাথার পেছনে ফোলা জখম ছিল। পরিবারের দাবি— পারিবারিক কলহের জের ধরে পরিকল্পিতভাবে জাফরকে হত্যা করা হয়েছে।

গ্রেফতার রোমানা ইসলাম নগরের কোতোয়ালি থানার জেলরোড এলাকার মো. ফয়জুল ইসলামের মেয়ে। ভিকটিম জাফর আলী চট্টগ্রামের ভুজপুর থানাধীন ইদিলপুর চৌধুরী বাড়ির জানে আলম চৌধুরীর ছেলে। তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কদমতলী শাখার সিনিয়র এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশকে খবর দেওয়ার আগেই মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ফেলে পালিয়েছে শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় নিহতের স্ত্রী রোমানা ইসলামকে একমাত্র আসামি করে চান্দগাঁও থানায় হত্যা মামলা করা হয়েছে। রোববার দুপুরে ভিকটিমের ছোট ভাই মো. আবুল হাসনাত বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, জাফর আলী চৌধুরী, তার স্ত্রী ও দুই ছেলে সন্তানকে নিয়ে চান্দগাঁও আবাসিক এলাকার ওই ফ্ল্যাটে বসবাস করছিলেন। সংসারের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে রোমানা ইসলাম জাফরকে অকথ্য ভাষায় গালাগাল, শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। জাফরের শ্বশুরও তাকে বিভিন্নসময়ে চাকরিচ্যুত ও ‘নিশ্চিহ্ন’ করার হুমকি দেন। ঘটনার আগেও ভিকটিম জাফর তার ছোট ভাইকে জানিয়েছিলেন, শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়ার পর তাকে বেঁধে রেখে নির্যাতন করা হয়েছিল। জাফরের দুই শ্যালক শরীফুল ইসলাম এবং আরিফুল ইসলাম বিভিন্নসময় তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২২ মার্চ সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রোমানা ইসলাম তার ননাস (স্বামীর বড় বোন) রোকেয়াকে ফোন করে বলেন, জাফর অসুস্থ এবং তার কান দিয়ে রক্ত পড়ছে। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলেন। শরীফুলের বড় বোন এবং ভাগিনা চট্টগ্রাম মেডিকেল গিয়ে তার নিথর দেহ দেখতে পান। এরই মধ্যে শরীফুলের শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যান সেখান থেকে। শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে ৬টা ৫৫ মিনিট সময়ের মধ্যকার সময়ে রোমানা ইসলাম নিজ হাতে কিংবা অন্য কারও সাহায্যে জাফরকে হত্যা করেছেন হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘শনিবার রাতে চান্দগাঁও আবাসিক এলাকা থেকে জাফল আলী চৌধুরীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। ওই মামলায় স্ত্রী রোমানা ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তাকে রোববার বিকেলে আদালতে পাঠানো হয়।

এমডিআইএইচ/এমএএইচ/

Read Entire Article