ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৯:২৩, ১১ ফেব্রুয়ারি ২০২৫
শহরের ওয়্যারলেস বাজার এলাকা থেকে ডাকাতদের গ্রেপ্তার করা হয়।
চাঁদপুর শহর থেকে এলজি গান, ৩ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে শহরের ওয়্যারলেস বাজার এলাকা থেকে ডাকাতদের গ্রেপ্তার করা হয়। দুপুরে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।
ডাকাত সদস্যরা হলেন- বেলাল হোসেন (৩৮), মো. সুজন (২৯), লিটন (২৫), আ. হালিম রকি (২৩) ও মামুন (৩৮)। তারা সবাই লক্ষীপুর জেলার বাসিন্দা।
ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযান চলাকালীন আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের কাছে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হচ্ছে।
ঢাকা/অমরেশ/এস