চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশির লাশ নিয়ে গেছে বিএসএফ

3 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ৭ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৯:১৯, ৭ ফেব্রুয়ারি ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশির লাশ নিয়ে গেছে বিএসএফ

ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে এক বাংলাদেশি কৃষককে পিটিয়ে হত্যার পর লাশ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ পাওয়া গেছে।  

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার রঘুনাথপুর-ফতেপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০ এর ২ এসএস ও ১০ এর ৪ এসএস-এ ঘটনাটি ঘটে। যা আন্তর্জাতিক সীমানা থেকে বাংলাদেশের প্রায় ২৫০ গজ অভ্যন্তরে বলে জানিয়েছেন উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুর রহমান।

নিহত বারিকুল ইসলাম (৩৬) একই ইউনিয়নের নামোজগনাথপুর স্কুলছাম গ্রামের সেতাউর রহমানের ছেলে। 

ইউপি সদস্য সাইদুর রহমান বলেন, “আজ ভোরে রঘুনাথপুর সীমান্তের কৃষি জমিতে সেচ দিতে যান বারিকুল ইসলামসহ পাঁচ থেকে ছয়জন কৃষক। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার সুতি থানার বাজিতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। বাকিরা চলে আসলেও বারিকুল ইসলামকে আটক করে বিএসএফ সদস্যরা। পরে তারা তাকে পিটিয়ে হত্যা করে ভারতের অভ্যন্তরে বাজিতপুর ক্যাম্পের একটি নদীর তীরে নিয়ে বালুর ওপর লাশ ফেলে রাখে।”

নিহতের ভাই সুমন আলী বলেন, “বারিকুল ইসলাম জমিতে সেচ দেওয়ার সময় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করে লাশ নিয়ে যায়। লাশ আনার জন্য বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।”

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, “এ ঘটনার তথ্য আমাদের কাছে নেই। তাছাড়া পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। ঘটনাটির বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।”

ঢাকা/মেহেদী/মাসুদ

Read Entire Article