ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
লক্ষ্মীপুরের রামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সাকিব হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্র-জনতা। তিনি শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাকিবের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত।
তিনি বলেন, গত ৪ আগস্ট লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা ও এলোপাতাড়ি গুলি করা হয়। সেখানে চার শিক্ষার্থী নিহত ও অনেকে আহত হন। সাকিব ওই ঘটনায় করা পৃথক দুটি মামলার এজাহারভুক্ত আসামি। রামগঞ্জ থানা পুলিশ তাকে আমাদের কাছে হস্তান্তর করেছে।
রামগঞ্জ থানা পুলিশ জানায়, রামগঞ্জ বাস টার্মিনাল এলাকা থেকে দুপুরে সাকিবকে ছাত্র-জনতা গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। তিনি সদর উপজেলা ছাত্রলীগের সদস্য এবং লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড আটিয়াতলি এলাকার ভূঁইয়া বাড়ির সেলিম ভূঁইয়ার ছেলে।
শহরের আটিয়াতলী এলাকার কয়েকজন বাসিন্দা জানান, সাকিবের নেতৃত্বে ছিল ‘কিশোর গ্যাং’। তিনি স্থানীয়ভাবে ‘সাকিব ভাই’ নামে পরিচিত। ছোট-বড় সবাইকে তাকে ‘ভাই’ বলে সম্বোধন করতে হতো। তার মারধরের শিকার হয়েছেন অনেকে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, সাকিব নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ও হত্যা মামলার আসামি। তাকে গ্রেফতার করে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কাজল কায়েস/এসআর/এমএস