ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম বলেছেন, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন আমরা ব্যর্থ হতে দেবো না। বিগত দিনে যারা রাজপথে ছাত্র-জনতাকে হত্যা করেছে, বিচার হওয়ার আগে বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নেই।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা জামায়াতের উদ্যোগে শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে সাংবাদিকদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বলেন, আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সে স্বপ্ন যেন ভূলুণ্ঠিত না হয় সেজন্য রাজনীতিবিদ-সাংবাদিকসহ সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে। দুটি গার্ডার যদি যথাযথভাবে কাজ করে তাহলে এ জাতির সত্যিকার অর্থে গণতান্ত্রিক ধারায় পৌঁছানো সম্ভব। এরমধ্যে একটি হচ্ছে রাজনীতিবিদ, অপরটি হচ্ছে যারা মানুষের সমস্যাকে জাতির সামনে তুলে নিয়ে আসার চেষ্টা করেন অর্থাৎ সাংবাদিক বন্ধুরা।
জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমেদের সভাপতিত্বে এসময় জেলা জামায়াতের নায়েবে আমির এআর হাফিজ উল্যাহ, সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কাজল কায়েস/এমএন/এএসএম