ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের নারীসহ চারজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মুকবিল হোসেন নামের একজন ভুক্তভোগী বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সুরুজ মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী জাকির হোসেনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ জের ধরে শুক্রবার দুপুরে জাকির হোসেনের নেতৃত্বে শাহজালাল, হোসেন আলী, বাদল, ইউনুস, মেহেদুলসহ ১০-১২ জনের একটি দল সুরুজ মিয়ার জমিতে রোপণ করা গাছ জোর করে কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
একপর্যায়ে সুরুজ মিয়ার ছেলে জাহাঙ্গীর ও মুকবিল হোসেন বাধা দেন। এসময় তাদের পিটিয়ে আহত করেন অভিযুক্তরা। তখন ভুক্তভোগীদের ডাক-চিৎকারে ভগ্নিপতি ফরিদ হোসেন ও বোন রেশমা আক্তার এগিয়ে গেলে তাদেরও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করা হয়। পরে তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত মুকবিল হোসেন বলেন, ‘দীর্ঘদিন ৫০ বছর ধরে আমার বাবা জমিটি ভোগ দখল করে আসছেন। সম্প্রতি এ জমি জাকির হোসেন ও তার ভাই দাবি করেন। জমির কাগজপত্র নিয়ে সালিশি বৈঠকে বসতে বললে তারা মানতে নারাজ। জোরপূর্বক দলবল নিয়ে জমি দখলে নেওয়ার চেষ্টা করেন।’
এ বিষয়ে অভিযুক্ত জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সুরুজ মিয়া আমাদের জমিটি দখল করে রেখেছেন। জমির মালিক আমরাই।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, একই পরিবারের চারজনের ওপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মো. আকাশ/এসআর/এমএস