ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৫:২১, ৫ ফেব্রুয়ারি ২০২৫
ফাইল ফটো
জামালপুরের বকশীগঞ্জে ট্রাকচাপায় মনিরুজ্জামান মিন্টু (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বকশীগঞ্জ-শেরপুর সড়কের মাষ্টারবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুজ্জামান মিন্টু কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার মিয়ারচর গ্রামের মৃত মোতাহার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলযোগে শেরপুর যাচ্ছিলেন মনিরুজ্জামান মিন্টু। পথে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বকশীগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহমেদ বলেন, ‘‘ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছেন। তবে, ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/শোভন/রাজীব