জুলাই-আগস্টে শহীদের স্বজনদের জন্য তারেক রহমানের ঈদ উপহার

1 day ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৩, ২৫ মার্চ ২০২৫  

জুলাই-আগস্টে শহীদের স্বজনদের জন্য তারেক রহমানের ঈদ উপহার

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে যশোরের দুই শহীদের স্বজনদের কাছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। 

সোমবার (২৪ মার্চ) বিকেলে যশোর সদর উপজেলার বলারামপুর গ্রামের শহীদ তারেক রহমান ও পাশ্ববর্তী শাখারিগাতি গ্রামের সিফাত ফেরদৌসের বাড়িতে গিয়ে ঈদ সামগ্রী তুলে দেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এসময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতারা উপস্থিত ছিলেন।

ঈদ সমগ্রী উপহার পেয়ে শাখারিগাতি গ্রামের শহীদ সিফাত ফেরদৌসের মা শামসুর নাহার তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, শহীদদের পরিবার নানা সমস্যার মধ্যে আছে। তাদের সব সমস্যা পরবর্তীতে যাতে সমাধানের উদ্যোগ নেওয়া হয় তারেক রহমানের প্রতি সেই আবেদন জানান তিনি। আন্দোলনে যারা তার সন্তানকে পুড়িয়ে মেরেছে তাদের বিচার দাবি করেন শামসুর নাহার।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগের কথা কখনোই ভোলা যাবে না। তাদের এই আত্মত্যাগের কোনো প্রতিদান হয় না। আমরা তাদের এই আত্মত্যাগের কথা সম্মানের সঙ্গে সবসময় স্মরণ করি।”

ঢাকা/রিটন/মাসুদ

Read Entire Article