জেলেনস্কির সঙ্গে ১ ঘণ্টা ফোনালাপ করলেন পুতিন

1 day ago 5
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ২২:২৭, ১৯ মার্চ ২০২৫   আপডেট: ২২:২৮, ১৯ মার্চ ২০২৫

জেলেনস্কির সঙ্গে ১ ঘণ্টা ফোনালাপ করলেন পুতিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রায় এক ঘণ্টা ফোনালাপ করেছেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে দুজনের মধ্যে এই আলোচনা হয়েছিল।

এর আগে, যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে মঙ্গলবার  ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট পুতিন দুই ঘণ্টারও বেশি সময় ধরে কথা বলেছিলেন। রাশিয়ার প্রেসিডেন্ট ট্রাম্পের ৩০ দিনের পূর্ণ যুদ্ধবিরতির অনুরোধ প্রত্যাখ্যান করলেও, জ্বালানি ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা স্থগিত রাখার বিষয়ে একমত হন।

বুধবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্টে জেলেনস্কির সঙ্গে আলোচনাকে ‘খুব ভালো’ বলে মন্তব্য করেছেন।

তিনি লিখেছেন, “আলোচনার বেশিরভাগ অংশই গতকাল প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে করা ফোনালাপের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল যাতে রাশিয়া এবং ইউক্রেন উভয়কেই তাদের অনুরোধ ও চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ করা যায়। আমরা অনেকটাই সঠিক পথে আছি।”

ট্রাম্প জানান, তিনি অনুরোধ জানিয়েছেন, যেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ‘আলোচিত বিষয়গুলোর সঠিক বিবরণ দেবেন।’

তিনি আরও বলেন, ‘শিগগিরই’ আরো একটি বিবৃতি প্রকাশিত হবে।
 

ঢাকা/শাহেদ

Read Entire Article