ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:১৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
গ্রেপ্তার ৩ ডাকাত এবং উদ্ধারকৃত টাকা, মোবাইল ফোন ও অন্যান্য সারঞ্জাম
শরীয়তপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ডিলার পয়েন্টে স্টাফদের হাত-পা বেঁধে ভল্টের থেকে ১ কোটি ৩৪ লাখ টাকা লুটের ঘটনায় তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নিজ কার্যালয়ের সম্মেলনে কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সব তথ্য জানান পুলিশ সুপার নজরুল ইসলাম। গ্রেপ্তাররা হলেন, খুলনা এলাকার মেহেরাজ (৫০), মোরশেদ (৩০) ও মিলন মোল্লা (৩০)।
পুলিশ সুপার জানান, গত ২৫ জানুয়ারি জেলাশহরের মজিদ জরিনা ফাউন্ডেশন মার্কেটের দ্বিতীয় তলায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর জেলা পরিবেশক সেলফ প্রমোশন সার্ভিসের ডিলার পয়েন্টে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা ভবনের পেছনের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে তিন অফিস স্টাফের হাত-পা বেঁধে ভল্টের ভেতরে থাকা ১ কোটি ৩৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ডিলার পয়েন্টের কর্মচারী শফিউল আলম শিহাব বাদী হয়ে পালং মডেল থানায় ডাকাতির মামলা করলে তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে গত মঙ্গলবার খুলনার বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তারা পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ঘটনার সঙ্গে অন্যান্যদের সম্পৃক্ততার কথা জানান। এ সময় তাদের কাছ লুট হওয়া সাড়ে ১৮ লাখ টাকা, ৫০টি মোবাইল ফোন, একটি পিকাপ, মোটরসাইকেলসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ডাকাত সদস্যদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
ঢাকা/আকাশ/বকুল