ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
প্রকাশিত: ১৩:১৫, ১৭ মার্চ ২০২৫ আপডেট: ১৩:১৫, ১৭ মার্চ ২০২৫
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী (ফাইল ফটো)
সম্প্রতি এক অনুষ্ঠানে ‘ধর্ষণ’ শব্দের পরিবর্তে ‘নারী নির্যাতন’ শব্দ ব্যবহারের আহ্বান জানিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এ নিয়ে সমালোচনার মুখে সোমবার (১৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
বিবৃতিতে ডিএমপি কমিশনার বলেছেন, “নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনাকালে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করেছি। আমার বক্তব্যে কেউ মনে কষ্ট পেলে আমি দুঃখ প্রকাশ করছি।”
গত শনিবার (১৫ মার্চ) গণপরিবহনের নারীদের নিরাপত্তা নিশ্চিতে ‘হেল্প’ অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, “আমি দুটো শব্দ খুব অপছন্দ করি। এর মধ্যে একটি হলো— ধর্ষণ। আপনাদের কাছে অনুরোধ, এটি ব্যবহার করবেন না। নারী নির্যাতন ও শিশু নির্যাতন শব্দগুলো শুনতে খারাপ লাগার কথা না।” তার বক্তব্যের নিন্দা জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনা হয়।
ঢাকা/এমআর/রফিক