ঢাকায় আসছেন ইতালির ভাইস মিনিস্টার

2 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ২২:০৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৫  

ঢাকায় আসছেন ইতালির ভাইস মিনিস্টার

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপদী

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপদী আগামী ১৮-২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করবেন।

বৃহস্পতিবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এই তথ্য জানান।

মুখপাত্র জানান, ইতালির ভাইস মিনিস্টার ঢাকা সফরকালে প্রধান উপদেষ্টাসহ পররাষ্ট্র উপদেষ্টা ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা যাচ্ছে।

আশা করা যায়, এ সফরটি বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো গভীর করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

তার এ সফরটি গত ৮ বছরের মধ্যে ইতালি থেকে মন্ত্রী পর্যায়ের প্রথম সফর। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ইইউভুক্ত কোনো দেশ থেকে প্রথম মন্ত্রী পর্যায়ের সফরও এটি।

সফরে বাংলাদেশের পক্ষ থেকে অভিবাসন সংক্রান্ত জটিলতাগুলোর দ্রুত ও কার্যকর সমাধান, শিল্প ও বাণিজ্যিক খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় করার বিষয়গুলো গুরুত্ব পাবে।

ঢাকা/হাসান/এসবি

Read Entire Article