তিন মাস পর পূর্ণতা পেলো তাবিথের ন্যাশনাল টিমস কমিটি

3 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

গত বছর ২৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে নতুন নির্বাহী কমিটি পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নভেম্বরের ৯ তারিখে নতুন কমিটির প্রথম সভায় ১১টি স্ট্যান্ডিং ও ১২টি অ্যাডহক কমিটির চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছিল হয়েছিল।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নিজের হাতে রেখেছিলেন ইমার্জেন্সি কমিটি, ন্যাশনাল টিমস কমিটি ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের পদ।

এরই মধ্যে অনেক কমিটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হলেও বাফুফে সভাপতির দুই কমিটি চলছিল এককভাবেই। অবশেষে দীর্ঘ ৩ মাস পর বাফুফে পূর্ণতা দিয়েছে সভাপতির নেতৃত্বাধীন ন্যাশনাল টিমস কমিটির।

কমিটি গঠন হয়েছে ১২ সদস্যের। ডেপুটি চেয়ারম্যান করা হয়েছে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানকে, তিনি বসুন্ধরা কিংসের সভাপতি। কমিটির ১০ সদস্য সদস্যের মধ্যে ৬ জনই নির্বাহী কমিটির সদস্য। তারা হলেন-ইকবাল হোসেন, আমিরুল ইসলাম বাবু, সত্যজিৎ দাস রুপু, ইমতিয়াজ হামিদ সবুজ, ছাইদ হাছান কানন, সাখাওয়াত হোসেন শাহিন। অন্য চারজন হলেন-আমের খান, শাহাদাৎ হোসেন, মনজুর আলম ও মুকিতুর রহমান।

আরআই/এমএমআর/জেআইএম

Read Entire Article