তিন রাউন্ড শেষে শীর্ষে ৯ জন

7 hours ago 5
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা

প্রকাশিত: ২২:০১, ১৭ মার্চ ২০২৫  

তিন রাউন্ড শেষে শীর্ষে ৯ জন

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে চলছে ‘স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৫।’’ আজ সোমবার (১৭ মার্চ, ২০২৫) প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের খেলা বাংলাদেশ দাবা ফেডারেশনের দাবা ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত হয়।

তিন রাউন্ড শেষে ৯ জন খেলোয়াড় পূর্ণ ৩ পয়েন্ট করে নিয়ে পয়েন্ট তালিকায় মিলিতভাবে শীর্ষে রয়েছেন। এরা হলেন- আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, অনত চৌধুরী, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, ফিদে মাস্টার মো. শরীফ হোসেন, ক্যান্ডিডেট মাস্টার মো. শরীয়তউল্লাহ, মো. নাসির উদ্দিন, ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু ও রায়ান রশিদ মুগ্ধ।

আগামীকাল মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর ২টা হতে একই স্থানে চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে।

এবারের প্রতিযোগিতায় ১৪২ জন দাবাড়ু অংশ নিয়েছেন। ৯ দিনব্যাপী এই প্রতিযোগিতা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এবং বিজয়ীদের মোট নগদ দেড় লাখ টাকা এবং ওয়ালটন পণ্য সামগ্রী অর্থ পুরস্কার দেওয়া হবে।

ঢাকা/আমিনুল

Read Entire Article