ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
বুধবার সারাদেশে দিনের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাপমাত্রা বাড়ার কারণে গরম আরও বাড়তে পারে। এছাড়া বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।
গতকাল মঙ্গলবার আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, চলতি মাসের শেষ পর্যন্ত তাপমাত্রা কমে যাওয়া কিংবা বৃষ্টির সম্ভাবনা নেই। এতে করে গরম আরও বাড়বে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস রাঙ্গামাটিতে।
আরএএস/জেএইচ/এএসএম