দুই জেলায় মৃদু তাপপ্রবাহ

17 hours ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

দুদিন বিরতির পর দেশে আবারও শুরু হয়েছে তাপপ্রবাহ। বুধবার (১৯ মার্চ) রাতে আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী এবং সিরাজগঞ্জে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, যদি কোনো এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬-৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হয়, তবে সেখানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ধরা হয়। তাপমাত্রা ৩৮-৩৯ দশমিক ৯ হলে তা মাঝারি তাপপ্রবাহ। তীব্র তাপপ্রবাহ তখন ধরা হয় যখন তাপমাত্রা ৪০-৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হয়। তাপমাত্রা ৪২–এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।

বুধবার দেশের দুই জেলায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড করা হয়। রাজশাহীতে তাপমাত্রার পারদ উঠে ৩৬.২ ডিগ্রি। সিরাজগঞ্জে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা।

অন্যদিকে ঢাকা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায়।

আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে শুধু রংপুর বিভাগে তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনা বেশি।

আরএএস/জেডএইচ/

Read Entire Article