দুইদিনের বৃষ্টিতে সতেজ হয়ে উঠলো আমের গুটি

5 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

রাজশাহী অঞ্চলে দুইদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সতেজ হয়ে উঠেছে গাছের আমের গুটি। বৃষ্টির পানিতে গুটির পাশে লেগে থাকা শুকনো মুকুল, যা চাষিদের কাছে ‘পোড়া মুকুল’ হিসেবে পরিচিত তা ঝরে পড়েছে। ফলে তরতাজা-সতেজ হয়ে উঠেছে মটরদানা কিংবা মার্বেলের আকারের গুটিগুলো।

এদিকে, বৃষ্টি ও মেঘলা আবহাওয়া নিয়ে কিছু চাষি দুশ্চিন্তায় থাকলেও কৃষি বিভাগ বলছে, এই বৃষ্টি আমের জন্য আশীর্বাদস্বরূপ। এতে গুটি দ্রুত বড় হবে, গুটি ঝরে পড়া কমবে এবং পোড়া মুকুল ঝরে যাওয়ায় আমের গায়ে দাগ কম পড়বে। ফলে বাজারে ভালো মানের আমের সরবরাহ বাড়বে।

রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত বুধবার রাজশাহীতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা মৃদু তাপপ্রবাহের লক্ষণ। গতকাল বৃহস্পতিবার তাপমাত্রা কমে ২৫.৯ ডিগ্রিতে নেমে আসে। দুপুর ২টার পর রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়, যা শুক্রবার (২১ মার্চ) দুপুর ২টা পর্যন্ত ছিল। ৫.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজশাহীর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোরেও বৃষ্টি হয়েছে। ফলে চাষিরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন- তাদের কেউ খুশি, কেউ শঙ্কিত।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত বছর আমের ফলন কম হয়েছিল। তবে, এবার ফলন বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মৌসুমে নওগাঁর ৩০ হাজার ৫০০ হেক্টর জমি থেকে ৪ লাখ ৩০ হাজার মেট্রিক টন, চাঁপাইনবাবগঞ্জের ৩৭ হাজার ৫০৪ হেক্টর জমি থেকে ৩ লাখ ৮৬ হাজার মেট্রিক টন, রাজশাহীর ১৯ হাজার ৬০০ হেক্টর জমি থেকে ২ লাখ ৬০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আমচাষি ইসমাইল খান বলেন, “বৃষ্টির পর বাগানে এসে মনে হলো- গুটিগুলো অনেকটা বড় হয়ে গেছে। এখন ঝরে পড়াও কমবে। পোড়া মুকুলও ঝরে গেছে, এতে আমের গায়ে দাগ কম হবে।” শিলাবৃষ্টির আশঙ্কা প্রকাশ করে তিনি জানান, এই বৃষ্টি হলে ফলনের ক্ষতি হতে পারে।

রাজশাহীর বাঘা উপজেলার আমচাষি আনোয়ার হোসেন পলাশ বলেন, “বৃষ্টিতে আবহাওয়া ঠাণ্ডা হয়ে গেছে, যা ছত্রাক সংক্রমণের আশঙ্কা বাড়ায়। তাই রোদ উঠলেই গাছে ছত্রাকনাশক স্প্রে করব।”

রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম বলেন, “বৃষ্টির ফলে আমের বোঁটা শক্ত হবে এবং পোড়া মুকুল ঝরে যাবে। বৃষ্টির পর ছত্রাকনাশক স্প্রে করলে আমের গুটি ভালো থাকবে।”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান বলেন, “রাজশাহীর ৬৫ শতাংশ মুকুল বর্তমানে মটরশুঁটির আকার ধারণ করেছে, আর ৩৫ শতাংশ মার্বেলের মতো হয়েছে। বৃষ্টির পর গুটির বৃদ্ধি দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।”

তিনি আরো বলেন, “বৃষ্টির ফলে আমের গুটি সতেজ হয়েছে এবং পোড়া মুকুল ঝরে পড়েছে, যা ভালো ফলনের ইঙ্গিত দিচ্ছে। তবে শিলাবৃষ্টি ও ছত্রাক সংক্রমণ নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে। সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকূলে থাকলে এবার আমের ভালো উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে।”

Read Entire Article