ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
দুই শিশুকে মোবাইলে পর্নো ভিডিও দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে ফরিদপুর নদীবন্দরের (সিঅ্যান্ডবি ঘাট) ডক মালিক রেজাউল করিম মুন্সিকে অবরুদ্ধ করে রাখে কয়েকশ মানুষ। প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
রোববার (১৬ মার্চ) রাত দশটার দিকে সদর উপজেলার নদীবন্দর (সিঅ্যান্ডবি ঘাট) এলাকায় এ ঘটনা ঘটে।
- আরও পড়ুন
ডিএমপি কমিশনারের বক্তব্যের নিন্দা প্রধান উপদেষ্টার কার্যালয়ের
গলাচিপার ইউএনওর ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক, আইডি হ্যাকের দাবি
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে যায়। কিন্তু সেখানে শত শত মানুষ উপস্থিত থাকায় সামাল দিতে সেনাবাহিনীকে ডাকা হয়। পরে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে পরিস্থিতি সামাল দিয়ে এক দোকানে অবরুদ্ধ করে রাখা ওই ব্যবসায়ীকে উদ্ধার করেন। তবে পুলিশ ও সেনা সদস্যরা আসার আগেই উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যবসায়ীকে মারধর করে।
ওই দুই শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি মো. আসাদুজ্জামান।
এন কে বি নয়ন/কেএসআর