নওগাঁ সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

11 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

নওগাঁর সাপাহার সীমান্ত থেকে সিরাজুল ইসলাম (৪২) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে উপজেলার আদাতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

সিরাজুল ইসলাম সাপাহার উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের ওসমান আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রাতের কোনো এক সময় সিরাজুল আরও ছয়-সাতজনের সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে গরু আনতে যান। রাত ৩টার দিকে আদাতলা সীমান্ত দিয়ে প্রবেশের সময় বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা বাংলাদেশের সীমান্তে আসতে সক্ষম হলেও সিরাজুল ইসলাম বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন।

বুধবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন ১৬ এর অধিনায়ক লে. কর্নেল সাদিকুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অসুস্থ থাকায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) এর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

এদিকে আদাতলা বিওপি ক্যাম্প কমান্ডারের সরকারি নম্বরে একাধিকবার কল করার পর তিনি রিসিভ না করায় মন্তব্য জানা সম্ভব হয়নি।

সিরাজুল ইসলামের স্ত্রী এজেলা খাতুন বলেন, রাত সাড়ে ১০টার দিকে তিনি বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে কোথায় যাচ্ছে সেটি বলে যাননি। রাত ৪টার দিকে জানতে পারি সিরাজুলকে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে গেছে।

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ বলেছেন, সিরাজুল ইসলাম নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

আরমান হোসেন রুমন/আরএইচ/জেআইএম

Read Entire Article