ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১২:০৩, ১৬ মার্চ ২০২৫
তরুণ ও যুব সমাজকে বক্সিংয়ে আগ্রহী করা এবং স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতে ‘রাঙামাটি কমব্যাট ফিটনেস জিম’ নামে আধুনিক জিম চালু করলেন বাংলাদেশের প্রথম পেশাদার বক্সার সুরকৃষ্ণ চাকমা।
শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় শহরের স্টেডিয়াম এলাকায় ফিতা ও কেক কেটে জিমের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার বরুণ বিকাশ দেওয়ান।
বরুণ বিকাশ দেওয়ান বলেন, ‘‘আমি অত্যন্ত আনন্দিত যে রাঙামাটির গর্ব সুরকৃষ্ণ এ ধরনের একটি কমব্যাট জিম শুরু করেছে। আমি বিশ্বাস করি, আগামীতে সুরকৃষ্ণের হাত ধরে আরো অনেক বক্সার বেরিয়ে আসবে।’’
সুরকৃষ্ণ চাকমা বলেন, ‘‘এটি মূলত একটি ফিটনেস রিলেটেড জিম। এর বিশেষত্ব হলো, বক্সিং ও মিক্স মার্শাল আর্টের সমন্বয়ে ফিটনেস ঠিক রাখা। এ রকম জিমের জনপ্রিয়তা উন্নত বিশ্বের প্রায় সকল দেশে রয়েছে। বাংলাদেশে আমরা শুরু করলাম।’’
‘‘আমাদের মূল লক্ষ্য হলো একটা সুস্থ ও সবল প্রজন্ম তৈরি করা এবং সম্ভাবনাময় উদীয়মান খেলোয়াড়দের সাপোর্ট দেওয়া।’’ যোগ করেন তিনি।
শংকর//