নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই: গয়েশ্বর

2 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত সরকারের গুরুত্ব’ নিয়ে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আইনশৃঙ্খলা বাহিনী বুলডোজার কর্মসূচির খবর কেন সরকারকে জানায়নি? শেখ হাসিনা উসকানিমূলক কথা বললেও তাতে গুরুত্ব দেওয়া ঠিক হবে না।

তিনি বলেন, জনগণ আইন হাতে তুলে নিতে পারে না, যারা এমন কাজ করেছে তাদের বিচার করতে হবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই সরকার গঠিত হয়েছে। এ সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্পভাবে দেখা যায়। সরকার সংস্কার নিয়ে ব্যস্ত, কিন্তু সংস্কারের জন্য নির্বাচিত সরকার প্রয়োজন।

কেএইচ/কেএসআর/এমএস

Read Entire Article