নোয়াখালীতে পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুর গ্রেপ্তার

7 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫০, ১৬ মার্চ ২০২৫   আপডেট: ১৭:৫১, ১৬ মার্চ ২০২৫

নোয়াখালীতে পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুর গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) দুপুরে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

গত সোমবার (১০ মার্চ) দিবাগত রাত সোয়া ৩টার দিকে গৃহবধূকে ধর্ষণ করা হয়। অভিযোগ পেয়ে শনিবার (১৫ মার্চ) রাতে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে শ্বশুরকে গ্রেপ্তার করা হয়।

মামলায় অভিযোগ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী প্রবাসী। তিনি তার এক সন্তান নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে একই বাড়িতে বসবাস করেন। শ্বশুর তাকে বিভিন্ন সময় আপত্তিকর ইঙ্গিত দিতেন। বিষয়টি স্বামী, শাশুড়িকে জানালেও তারা কর্ণপাত করেননি। সোমবার (১০ মার্চ) রাতে গৃহবধূ প্রতিদিনের মতো নিজের কক্ষে সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে শ্বশুর কৌশলে কক্ষে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় ধর্ষণ করেন। পরে গৃহবধূ বিষয়টি তার স্বামী-শাশুড়িকে জানান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

ঢাকা/সুজন/বকুল

Read Entire Article