পাওনা টাকা নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ১৪

2 days ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ১২ মার্চ ২০২৫  

পাওনা টাকা নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ১৪

ফাইল ফটো

ঝিনাইদহের শৈলকুপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

বুধবার (১২ মার্চ) সকালে উপজেলার বারইপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। শৈলকুপা থানার ওসি মাছুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রারইপাড়া গ্রামের মন্টু মোল্লা একই গ্রামের লিখন হোসেনের কাছ থেকে ১ হাজার টাকা পেতেন। গতকাল রাতে সেই টাকা চাওয়া নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে আজ সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ১৪ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে স্বপন বিশ্বাস নামে একজনকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি মাছুম খান বলেন, ‍“এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। পুলিশ কাউকে আটক করেনি।”

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

Read Entire Article