পারভেজের সেঞ্চুরিতে আবাহনীর জয়রথ ছুটছে

1 day ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১৯:৪৭, ২৪ মার্চ ২০২৫  

পারভেজের সেঞ্চুরিতে আবাহনীর জয়রথ ছুটছে

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী লিমিটেডের জয়রথ ছুটছে। লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে সোমবার (২৪ মার্চ) তারা হারিয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে। শিরোপাধারীদের এবারের জয়ের নায়ক ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। লিগের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়ে দলকে ৫ উইকেটে জয় এনে দেন পারভেজ।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ধানমন্ডি স্পোর্টস ক্লাব ৯ উইকেটে ২০১ রান করে। জবাব দিতে নেমে আবাহনী লিমিটেড ৩৯.২ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে। আট রাউন্ড শেষে এটি আবাহনীর সপ্তম জয়। ১৪ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

লিগের দ্বিতীয় রাউন্ডে গুলশানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন পারভেজ। এরপর ৪৭ এবং অপরাজিত ৫৫ রানের দুইটি ইনিংস খেলেছিলেন। শেষ তিন ম্যাচে আউট হন সিঙ্গেল ডিজিটে। এবার তার ব্যাট থেকে আসে ঝকঝকে ১২৪ রানের অপরাজিত ইনিংস। ১৪৮ মিনিট ক্রিজে কাটিয়ে ১৩ চার ও ৫ ছক্কায় ১৩৩ বলে ইনিংসটি সাজান পারভেজ। দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ বলে ৫৪ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত। ভালো করেননি শান্ত (২), মিঠুন (১) ও মুমিনুল (২)।

এর আগে ধানমন্ডির ইনিংস একাই টানেন ফজলে মাহমুদ রাব্বী। ১২৬ বলে ৮৭ রান করেন বাঁহাতি ব্যাটসম্যান। ৭ চার ও ৩ ছক্কায় ফজলে তার ইনিংসটি খেলেন। শেষ দিকে জিয়াউর রহমানের ৬৫ বলে ৫৭ রানের ইনিংসে ধানমন্ডির রান কোনোমতে দুইশ পেরিয়ে যায়।

বল হাতে পেসার নাহিদ রানা ৪৫ রানে ৪ উইকেট পেয়েছেন। সমান ৪ উইকেট নেন স্পিনার রাকিবুল হাসানও। ১৬ রানে তার শিকার ৪ উইকেট। ধানমন্ডি ক্লাবের এটি আট ম্যাচে পঞ্চম হার। মাত্র তিনটি জয় পেয়েছে তারা।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

Read Entire Article