পিএসএল বাদ দিয়ে আইপিএলে, বোশকে লিগ্যাল নোটিশ

5 hours ago 3
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

আইপিএলকে টক্কর দিতে একই সময়ে পিএসএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুটি ফ্র্যাঞ্চাইজিই আলাদা আলাদা নিলামের মাধ্যমে খেলোয়াড় কিনেছে।

এদিকে ইনজুরির কারণে বদলি হিসেবে কিছু খেলোয়াড়কে নতুন করে দলে নিচ্ছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। এমনকি পিএসএলের নিলামে বিক্রি হওয়া ক্রিকেটারকেও দলে নেওয়ার প্রস্তাব জানিয়েছে তারা। এমন ঘটনায় বিপাকে পড়েছে পিএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলো।

আইপিএল থেকে প্রস্তাব পেলে ক্রিকেটারদের ‘না’ বলার উপায় নেই। কারণ, সেখানে অর্থের ঝনঝনানি, বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি। ফলে পিএসএলে চুক্তিবদ্ধ থাকলেও খুব স্বাভাবিকভাবেই আইপিএলে আসতে চাইবেন তারা। সেই ঘটনাই ঘটেছে করবিন বোশের ক্ষেত্রে।

দক্ষিণ আফ্রিকান এ তারকা পিএসএলের চুক্তি বাতিল করে আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের ডাকে সাড়া দিয়েছেন। ইনজুরিতে পড়া আরেক দক্ষিণ আফ্রিকান লিজাড উইলিয়ামসের পরিবর্তে তাকে দলে নেওয়া হয়েছিল। খুব স্বাভাবিকভাবেই বোশের সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি পাকিস্তানের ক্রিকেট মহল।

বোশের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ এনে আইনি নোটিশ পাঠিয়েছে পিসিবি। প্রোটিয়া অলরাউন্ডারের এজেন্টের মাধ্যমে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে চুক্তি বাতিল করার সিদ্ধান্তের যথাযথ কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। লিগ থেকে বোশের বিদায়ের ফলে কী কী প্রভাব পড়বে, পিসিবি তাও উল্লেখ করেছে এবং নির্ধারিত সময়ের মধ্যে তার কাছ থেকে উত্তর চেয়েছে।

চলতি বছর পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দলে অভিষেক হওয়া বোশকে গেল ১৩ জানুয়ারি লাহোরে অনুষ্ঠিত পিএসএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট থেকে কিনে নেয় পেশোয়ার জালমি। ডায়মন্ড ক্যাটাগরিতে বোশকে দলে ভিড়িয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি।

২০১৬ সালে চালু হওয়ার পর এই প্রথম আইপিএলের সঙ্গে বেশ কয়েকটি ম্যাচের সূচি সাংঘর্ষিক হয়ে পড়েছে পিএসএলের। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং অন্যান্য আন্তর্জাতিক খেলার কারণে পিসিবি তাদের নিয়মিত ফেব্রুয়ারি-মার্চ সময়সূচি পরিবর্তন করে এপ্রিল-মে মাসে পিএসএল আয়োজনের সিদ্ধান্ত নেয়।

গেল বছর অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলামে অনেক বিদেশি ক্রিকেটার অবিক্রীত ছিলেন। ওইসব ক্রিকেটারই পরে পিএসএলের সঙ্গে চুক্তিবদ্ধ হন। বোশ তাদের মধ্যে অন্যতম।

এমএইচ/জিকেএস

Read Entire Article