ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
পোষা বিড়াল হত্যার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন রাজধানীর মোহাম্মদপুর এলাকার মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা মনসুর।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াকের আদালতে প্রতিবেশী শিবলুর নামে এ মামলা করেন তিনি।
পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী এ মামলার আবেদন করেন। অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
- আরও পড়ুন
সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা
গেট ভেঙে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ঢুকে ছাত্র-জনতার ভাঙচুর
বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি দুপুরে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের ৯ম তলার মনসুর নামের এক ব্যক্তির বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে ফুটবলের মতো লাথি মারছেন। লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা দিয়ে মাড়িয়ে মৃত্যু নিশ্চিত করেন।
টিটি/কেএসআর/জেআইএম