প্রকাশিত হলো আসিফ মাহমুদের ‘জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু’

7 hours ago 4
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জুলাই স্মৃতিকথা নিয়ে একটি বই লিখেছেন। ‘জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু’ শিরোনামের বইটি শনিবার (১৫ মার্চ) প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বইটির প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বইটির রচয়িতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন প্রমুখ।

jagonews24

এই সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আমার চোখে জুলাই গণ-অভ্যুত্থানের নানা ঘটনাপ্রবাহ, সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়া, জানা-অজানা অনেক কিছু পাবেন এই বইতে। সময়স্বল্পতার কারণে অনেক বিস্তারিতভাবে লেখার সুযোগ পাইনি। জুলাই গণ-অভ্যুত্থানে দেশের নানা প্রান্তে আন্দোলনকে সংগঠিত করা, পরিচালনা করা সকলের প্রতি আহ্বান থাকবে আপনারাও লিখুন।

তিনি বলেন, সবার গল্পগুলো আসলেই আগামী প্রজন্ম জুলাই গণ-অভ্যুত্থানের প্রকৃত এবং সম্পূর্ণ ইতিহাস জানতে পারবেন।

আরএমএম/বিএ

Read Entire Article