প্রথমবারের মতো বইমেলার আয়োজন করছে চবি প্রশাসন

3 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৭, ৫ ফেব্রুয়ারি ২০২৫  

প্রথমবারের মতো বইমেলার আয়োজন করছে চবি প্রশাসন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো পাঁচ দিনব্যাপী ‘একুশে বইমেলা’র আয়োজন করা হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিশবিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ মেলা অনুষ্ঠিত হবে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বইমেলা উপলক্ষে সাত সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিতে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানকে আহ্বায়ক এবং ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক অধ্যাপক ড. মো. আলমগীরকে সদস্য সচিব করা হয়েছে। 

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, অনুবাদে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীব, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ফুয়াদ হোসেন এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এমএম রিজাউল ইসলাম৷ 

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, “চবি প্রশাসনের উদ্যোগে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে একুশে বইমেলা অনুষ্ঠিত হবে। এ পর্যন্ত ১৫টি প্রকাশনী অংশগ্রহণের কথা জানিয়েছে। এর সংখ্যা সামনে আরো বাড়বে।”

ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীব বলেন, “প্রতি বছর চবি শিক্ষক-শিক্ষার্থীদের একাধিক বই প্রকাশিত হয়। একুশে বইমেলাকে কেন্দ্র করেও এবার নতুন বই আসছে অনেকের। কেউ যদি শুধু তাদের বইগুলো নিয়ে আলাদা স্টল রাখতে চায়, আমরা সেই সুযোগও দিব। এতে আমাদের শিক্ষক-শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবেন।”

ঢাকা/মিজান/মেহেদী

Read Entire Article