প্রয়োজনে নতুন আইন করে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার করতে হবে

3 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রয়োজনে নতুন আইন তৈরি করে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সব খুন, গুম ও জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাড্ডা থানা জামায়াত আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনাসহ সব হত্যাকারীর বিচার নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিলের আগে এ সমাবেশ করে বাড্ডা থানা জামায়াত।

সেলিম উদ্দিন বলেন, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে শেখ হাসিনা প্রতিবেশী দেশে পালিয়ে গেলেও তাদের পক্ষ থেকে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। তাদের এ ষড়যন্ত্রে দেশি ও বিদেশি শক্তি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইন্ধন জোগাচ্ছে। শেখ হাসিনা এবং তাদের এদেশীয় দোসররা দেশকে অস্থিতিশীল করে অর্জিত বিপ্লব ও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার সুগভীর চক্রান্ত চালিয়ে যাচ্ছে। নানান দাবি দাওয়া নিয়ে তাদের প্রতিভূদের পরিকল্পিতভাবে মাঠে নামিয়ে দেশে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।

আরও পড়ুন

তিনি বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই এদের কঠোর হস্তে দমন করে বিচারের আওতায় আনতে হবে। প্রয়োজন হলে এক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা নিতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এদের অপকর্ম ও ষড়যন্ত্রকে অবহিত করা দরকার।

সেলিম উদ্দিন আরও বলেন, বিগত ৫৩ বছর জামায়াতে ইসলামী দেশ ও জাতির কল্যাণে বিরামহীন কাজ করে আসছে। মানুষের মধ্যে মূল্যবোধের সৃষ্টি, আত্মগঠন, চরিত্র সংশোধনসহ মানবীয় উন্নয়নে আমরা নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছি। এসময় তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার এবং কর্মপরিষদ সদস্য হেদায়েতুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন বাড্ডা থানা জামায়াতের আমির কুতুব উদ্দিন, আব্দুস সবুর ফরহাদ, মাসুদুর রহমান রানা প্রমুখ। এরপর আয়োজিত বিক্ষোভ মিছিল উত্তর বাড্ডা ওভার ব্রিজের নিচ থেকে শুরু হয়ে মধ্যবাড্ডা ইউলুপের নিচে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।

এএএম/কেএসআর/এমএস

Read Entire Article