ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৩:৪৪, ১৯ মার্চ ২০২৫
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে মোহাম্মদ রমজান (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এ সময় আরেক জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজার সংলগ্ন এলাকায় এ হামলা হয়।
দাঁতমারা ইউনিয়ন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই দেওয়ান সামসুদ্দিন জানিয়েছেন, পূর্বশত্রুতার জের ধরে রমজানকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ঢাকা/রেজাউল/রফিক