ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ

6 hours ago 6
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

বেরোবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৩, ১৯ মার্চ ২০২৫  

ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে বেরোবিতে বিক্ষোভ

ফিলিস্তিনিদের ওপর ন্যাক্কারজনক হামলা ও ভারতে হিন্দুত্ববাদীদের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিল নিয়ে খামার মোড় হয়ে আবার প্রধান ফটকে এসে সমাবেশ করেন তারা।

মিছিলে তারা ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘ইসরায়েলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ভারত ও ইসরায়েলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘কিলার কিলার মোদী, নেতানিয়াহু কিলার’, ‘বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ বলেন, “সুইডেনের মতো দেশ যেখানে প্রতিবাদ জানাতে পারে, সেখানে আরব বিশ্ব চুপ কেন? তারা কি নেতানিয়াহুর পকেটে ঢুকে আছে? ছিন্নভিন্ন দেহের ছবি আমাদের সামনে এলে আমরা ঘুমাতে পারি না। আরব বিশ্ব কীভাবে ঘুমায়? যদি ১২০ কোটি মুসলিম একসঙ্গে রুখে দাঁড়াই, তাহলে তারা পালানোর জায়গা পাবে না। বাংলাদেশ থেকে যেমন একেকটা করে ফেরাউন পতন হয়েছে, তেমনি ভারত ও ইসরায়েলের আগ্রাসনও রুখে দেওয়া হবে।”

হেলাল মিয়া নামে আরেক শিক্ষার্থী বলেন, “শুধু দোয়া করলে যদি এই সংকটের সমাধান হতো, তাহলে বদরের যুদ্ধের প্রয়োজন হতো না। এখনো সময় আছে, নিরস্ত্র ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ান। পাশের দেশগুলোর মুসলিম ভাইদের উপর যে হামলা চালানো হচ্ছে, তারও তীব্র নিন্দা জানাই।”

শিক্ষার্থী আল আমিন মিয়া বলেন, “মুসলিম বিশ্ব আপনারা কোথায়, আপনারা কি এখনো আবাবিলের স্বপ্ন দেখেন? আবাবিল যদি সৃষ্টিকর্তা পাঠিয়ে দেন, তাহলে আপনাদের উপর পাঠাবেন। আপনারা যে নিশ্চুপ হয়ে আছেন, আপনারা তো আরো বেশি স্বৈরাচার।”

ঢাকা/সাজ্জাদ/মেহেদী

Read Entire Article