ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
এক ওভারে ছয় ছক্কা। চাইলেই কি বলেকয়ে করা যায়! থিসারা পেরেরা এই রেকর্ড গড়লেন ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো। এর আগে লিস্ট-এ ক্রিকেটে প্রথম লঙ্কান হিসেবে ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন এই অলরাউন্ডার।
এবার থিসারা এক ওভারে ছয় ছক্কা মেরেছেন এশিয়ান লিজেন্ডস লিগে। আফগান পাঠানসের বিপক্ষে শ্রীলঙ্কা লায়ন্সের হয়ে খেলতে গিয়ে এই রেকর্ড গড়েছেন তিনি। তবে এশিয়ান লিজেন্ডস লিগ টুর্নামেন্টটি স্বীকৃত টি-টোয়েন্টি টুর্নামেন্ট নয়।
ইনিংসের ২০তম ওভারে আফগানিস্তানের বাঁহাতি স্পিনার আয়ান খানকে ছয় ছক্কা হাঁকান থিসারা। শেষ পর্যন্ত শ্রীলঙ্কান লায়ন্স অধিনায়ক তুলে নিয়েছেন সেঞ্চুরিও। ৩৬ বলে ১৩ ছক্কা আর ২ বাউন্ডারিতে ১০৮ রানে অপরাজিত থাকেন তিনি।
আয়ান ওই ওভারে নার্ভাস হয়ে তিনটি ওয়াইডও দিয়েছেন। সবমিলিয়ে এক ওভারেই ৩৯ রান খরচ করেন আফগান বোলার।
২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২৩০ রানের পাহাড়সম সংগ্রহ তোলে শ্রীলঙ্কান লায়ন্স। জবাবে আফগানিস্তান পাঠানস বোর্ডে তোলে ৪ উইকেটে ২০৪ রান। আফগানদের হয়ে সর্বোচ্চ ৩১ বলে ৭০ রান করেন আসগর আফগান।
এমএমআর/এমএস