ফেয়েনূর্ড রূপকথা চলছেই

4 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

প্রকাশিত: ১২:৩৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৫  

ফেয়েনূর্ড রূপকথা চলছেই

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফেয়েনূর্ড রূপকথা চলছেই। লিগপর্বে বেনফিকার বিপক্ষে জয়, ম্যানচেস্টার সিটির সঙ্গে ড্র, স্পার্টার বিপক্ষে জয় ও বায়ার্ন মিউনিখের বিপক্ষেও জয় পেয়েছিল নেদারল্যান্ডসের ক্লাবটি। এরপর জায়গা করে নেয় প্লে’অফে। সেখানে তারা পায় উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে সফল দল এসি মিলানকে। এবার প্লে’অফের প্রথম লেগে বুধবার (১২ ফেব্রুয়ারি, ২০২৫) দিবাগত রাতে মিলানকেও হারিয়ে দিয়েছে ফেয়েনূর্ড। হারিয়েছে ১-০ গোলে। শেষ ষোলোর পথে একধাপ এগিয়ে রয়েছে।

এদিন ম্যাচের শুরুতেই লিড নেয় ফেয়েনূর্ড। তৃতীয় মিনিটে খাইস্মলের বাড়িয়ে দেওয়া বল পেয়ে ইগোর পেয়াও ডান পায়ে শটে গোল করে এগিয়ে নেন দলকে। বাকি সময় প্রাণান্তকর চেষ্টা করেও এই গোলটি আর শোধ দিতে পারেনি এসি মিলান। অন্যদিকে ফেয়েনূর্ডও পারেনি ব্যবধান বাড়াতে। 

ম্যাচের ৫৩ শতাংশ বলের দখল ছিল মিলানের কাছে। তারা ১২টি কার্যকর আক্রমণ শানিয়েছিল। তার মধ্যে ৬ বার গোলমুখে শট নিয়েছিল। অন্যদিকে ফেয়েনূর্ড ১১টি আক্রমণ শানিয়েছিল। গোলমুখে শট নিয়েছিল ২টি। তার মধ্যে একটি থেকে গোল হয়েছিল। এসি মিলান ৬টি কর্নার পেয়েও কোনো গোল আদায় করতে পারেনি। ফেয়েনূর্ডও পেয়েছিল ৫টি কর্নার।

ঢাকা/আমিনুল

Read Entire Article