ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS
প্রকাশিত: ২১:৪৩, ৮ ফেব্রুয়ারি ২০২৫ আপডেট: ২১:৪৪, ৮ ফেব্রুয়ারি ২০২৫
অমর একুশে বইমেলার ৮ম দিন ছিল শনিবার
অমর একুশে বইমেলার (২০২৫) ৮ম দিন ছিল শনিবার (৮ ফেব্রুয়ারি)।
এদিন মেলায় নতুন বই এসেছে ১০২টি। এর মধ্যে গল্পের বই ১৬টি, উপন্যাস ১৯টি প্রবন্ধ ৬টি, কবিতা ২৯টি, ছড়া ২টি, জীবনী ৩টি, বিজ্ঞান একটি, ভ্রমণ ২টি, ইতিহাস একটি, রাজনীতি ২টি, ধর্মীয় ৪টি, অনুবাদ একটি, সায়েন্স ফিকশন একটিসহ অন্যান্য বই রয়েছে ১৫টি।
বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অমর একুশে উদযাপনের অংশ হিসেবে সকাল সাড়ে ৯ টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শিশু-কিশোর সঙ্গীত প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল ৪ টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘একজন মোহাম্মদ হারুন-উর-রশিদ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন রফিক-উম-মুনীর চৌধুরী। আলোচনায় অংশ নেন আবদুস সেলিম এবং মোহাম্মদ হারুন রশিদ। সভাপতিত্ব করেন খালিকুজ্জামান ইলিয়াস।
লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ এবং কবি জব্বার আল নাইম। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন- কবি ফরিদ সাইদ এবং কবি প্রদীপ মিত্র। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী কামাল মিনা এবং ফারহানা পারভীন হক তৃণা। এদিন ছিল আরিফুজ্জামান চয়নের পরিচালনায় নৃত্য সংগঠন ‘উদ্ভাস নৃত্যকলা একাডেমী’র পরিবেশনা। এছাড়া সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ফারাহ দিবা খান লাবণ্য, সুষ্মিতা দেবনাথ সূচি, বিজন চন্দ্র মিস্ত্রী, গার্গি ঘোষ, শার্লি মার্থা রোজারিও এবং মো. রেজওয়ানুল হক। যন্ত্রাণুষঙ্গে ছিলেন চন্দন দত্ত (তবলা), শ্যামা প্রসাদ মজুমদার (কী-বোর্ড), শেখ আবু জাফর (বাঁশি), দীপঙ্কর রায় (অক্টোপ্যাড)।
ঢাকা/এসবি