বইমেলায় ‘আবৃত্তির কলাকৌশল ও নির্বাচিত কবিতা’

3 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ফাগুনের মলাট ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২১, ৭ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৭:২২, ৭ ফেব্রুয়ারি ২০২৫

বইমেলায় ‘আবৃত্তির কলাকৌশল ও নির্বাচিত কবিতা’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে নাজনীন তৌহিদের নতুন গ্রন্থ ‘আবৃত্তির কলাকৌশল ও নির্বাচিত কবিতা’।

বইটি প্রকাশ করেছে ভিন্নমাত্রা প্রকাশনী।বইটির পৃষ্ঠা সংখ্যা ৬০৮। বইটির দাম ৯৯৯ টাকা।

নাজনীন তৌহিদের "আবৃত্তির কলাকৌশল নির্বাচিত কবিতা’ গ্রন্থে বিখ্যাত কবিদের আবৃত্তি উপযোগী কবিতা রয়েছে তিন শতাধিক। বাগযন্ত্রের ব্যায়াম, কণ্ঠ সাধনা, কণ্ঠস্বর ভালো রাখার উপায়, উপস্থাপনা,  সংবাদ পাঠ ও আবৃত্তির জন্য করণীয়, প্রমিত উচ্চারণসহ সবকিছু একসাথে পেয়ে যাবেন।

আরো পড়ুন:

ঢাকা/এসবি

Read Entire Article