শিরোপা জিততে বরিশালকে ১৯৫ রানের লক্ষ্য দিলো চিটাগং

3 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

ফাইনালে এসে দারুণভাবে জ্বলে উঠলেন তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন। পারিশ্রমিক ইস্যুতে এই পারভেজ হোসেন ইমনকে নিয়ে অনেক নাটক অনুষ্ঠিত হয়েছিলো। অথচ, সেই ইমনই ব্যাট হাতে আজ ফরচুন বরিশালের বিপক্ষে চিটাগং কিংসের ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হলেন।

টস জিতে চিটাগংকে ব্যাট করার আমন্ত্রণ জানান ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ব্যাট করতে নেমে শুরু থেকেই মারকুটে পারভেজ হোসেন ইমন। শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন তিনি। ৪৯ বল মোকাবেলা করে খেললেন ৭৮ রানের অনবদ্য ইনিংস। তার এই রানের ওপর ভর করে ফরচুন বরিশালকে ১৯৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে চিটাগং।

বিস্তারিত আসছে

আইএইচএস/

Read Entire Article