বগুড়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

2 hours ago 1
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

বগুড়ার সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ রয়েছে। মোটরস ইউনিক ইউনিয়নের দুই নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় বুধবার (১৯ মার্চ) সকাল ৯টা থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ রেখেছে সংগঠনটি।

সকাল থেকে বগুড়ার জিরো পয়েন্ট, সাতমাথা, চারমাথা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ও ঠনঠনিয়ায় ঢাকা বাসস্ট্যান্ড থেকে কোনো বাস ছেড়ে যায়নি। বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল গাড়ি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

এর আগে মঙ্গলবার বিকেল ৫টার দিকে শহরের স্টেশন রোডে মিতালী পাম্পের সামনে দুই মোটর শ্রমিক নেতাকে মারধর করা হয়। তারা হলেন- বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এবং নির্বাহী সদস্য হযরত আলী। তারা বর্তমানে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, মিতালী পাম্পের সামনে নারিকেল ব্যবসায়ীদের দোকান রয়েছে। এসব দোকানের সামনে সিএনজিচালিত অটোরিকশার চালকরা তাদের অটোরিকশা স্ট্যান্ড করে যাত্রী ওঠানো-নামানো করেন। এ নিয়ে বিকেলে চালকদের সঙ্গে মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে।

এফএ/এএসএম

Read Entire Article