বাংলাদেশ ব্যাংকে ইসলামিক ডিপার্টমেন্ট-শরিয়াহ বোর্ড প্রতিষ্ঠায় রুল

5 hours ago 2
ARTICLE AD
468x60 AD AFTER 4 POSTS

বাংলাদেশের শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকে স্বতন্ত্র ইসলামিক ডিপার্টমেন্ট ও শরিয়াহ বোর্ড প্রতিষ্ঠা কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথীকা হোসাইনের বেঞ্চ এ রুল জারি করেন। এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান জনস্বার্থে এ রিট আবেদন করেন।

রিট আবেদনে বলা হয়েছে, বাংলাদেশের দুই ধরনের ব্যাংকিং সিস্টেম চালু আছে, প্রথমত সুদভিত্তিক কনভেনশনাল ব্যাংকিং, দ্বিতীয়ত ইসলামী শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং। বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বী জনগণ তাদের ধর্ম পালনের অংশ হিসেবে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোতে লেনদেন করে থাকেন কারণ ইসলাম ধর্মে সুদ খাওয়া হারাম।

এছাড়া বাংলাদেশ সংবিধানের ৪১ অনুচ্ছেদ অনুযায়ী ধর্মচর্চা করা মানুষের মৌলিক অধিকার। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে, বাংলাদেশের শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো সরাসরি সুদের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে।

বিভিন্ন গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো অন্যান্য সুদভিত্তিক ব্যাংক থেকে সুদে টাকা ধার নিয়েছে এবং ইসলাম ধর্মের নীতি লঙ্ঘন করেছে। অপরদিকে বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ অনুযায়ী বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করা বাংলাদেশ ব্যাংকের প্রধান দায়িত্ব। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক তার আইনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

রিট আবেদনে আর বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২, অনুযায়ী বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করা বাংলাদেশ ব্যাংকের প্রধান দায়িত্ব হলেও ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংকের কোনো ইসলামিক ডিপার্টমেন্ট নেই। পাশাপাশি শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর প্রোডাক্টগুলো পর্যালোচনা করার জন্য বাংলাদেশ ব্যাংকের নিজস্ব কোনো শরিয়াহ বোর্ড নেই। ফলশ্রুতিতে, বাংলাদেশ ব্যাংক তার অধস্তন শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোকে যথাযথ নিয়ন্ত্রণ করতে পারছে না। বাংলাদেশ ব্যাংকের এ ব্যর্থতার কারণে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো সুদভিত্তিক কার্যক্রমের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের আপামর মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে প্রতারণা করছে।

এমতাবস্থায়, দেশের মুসলিম জনগোষ্ঠীর পক্ষে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকে স্বতন্ত্র ইসলামিক ডিপার্টমেন্ট ও শরিয়াহ বোর্ড প্রতিষ্ঠার দাবিতে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। এ সংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব বিবেচনা করে হাইকোর্টে রুল জারি করেছেন।

এফএইচ/এমএএইচ/এএসএম

Read Entire Article